ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনি সংলাপসহ ৫ সুপারিশ মার্কিন পর্যবেক্ষক দলের

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১৫ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:৫২, ১৫ অক্টোবর ২০২৩
নির্বাচনি সংলাপসহ ৫ সুপারিশ মার্কিন পর্যবেক্ষক দলের

অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপ করাসহ পাঁচটি সুপারিশ করেছে সম্প্রতি ঢাকা সফর করা যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে ঢাকা সফরে আসে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলটি। পাঁচ দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ অংশীজনদের কাছে পাঁচটি সুপারিশ করেছে তারা।

রোববার (১৫ অক্টোবর) ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ওয়াশিংটন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপারিশগুলো তুলে ধরেছে।

আইআরই এবং এনডিআই জানায়, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে, এমন বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং অহিংস নির্বাচনের দিকে অগ্রগতির জন্য একটি রোডম্যাপ হিসেবে পাঁচটি সুপারিশ করা হয়েছে।

সুপারিশগুলো হলো:
সহনশীল বক্তব্য এবং নির্বাচনি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে। নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে। অহিংস কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং রাজনৈতিক সহিংসতার অপরাধীদের জবাবদিহি করতে হবে। সব দলকে অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে। নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতি তৈরি করতে হবে।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়