ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে দুই ট্রেনের মাঝে পড়া যুবক ঢাকা মেডিক্যালে মারা গেছেন

প্রকাশিত: ২২:৩০, ২৮ নভেম্বর ২০২৩  
টঙ্গীতে দুই ট্রেনের মাঝে পড়া যুবক ঢাকা মেডিক্যালে মারা গেছেন

ছবি: প্রতীকী

টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় দুই ট্রেনের মাঝে পড়ে আহত যুবক নুর আলম (২৮) ঢাকা মেডিক্যালে মারা গেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের স্ত্রী নিপা আক্তার বলেন, আমার স্বামী দিনমজুরের কাজ করতেন। সকালে বাসা থেকে বের হন। টঙ্গী স্টেশনের একটু দূরে রেললাইনে দুই ট্রেনের মাঝে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইলে।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়