ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাতিসংঘে বাংলাদেশ মিশনে ‘গণহত্যা দিবস’ পালন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২৬ মার্চ ২০২৪  
জাতিসংঘে বাংলাদেশ মিশনে ‘গণহত্যা দিবস’ পালন

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযথ মর্যাদায় ২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ইতিহাসের এ ভয়াবহ ঘটনার নথিগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে মিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ‘জাতীয় গণহত্যা দিবস’ পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট নীরবতা পালন ও গণহত্যার শিকার ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ১৯৭১ সালের গণহত্যার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়