সাভারে তেলের লরি উল্টে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
সাভারের হেমায়েতপুরে একটি তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ট্রাকচালক হেলাল (৩০) ও হেলপার সাকিব (২৪)। দুজনের শরীর শতভাগ দগ্ধ ছিলো।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান হেলাল। এরপর রাত ১টার দিকে মারা যান সাকিব।
এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় আরও ৬ জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে বর্তমানে ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে মিলন মোল্লা, ২০ শতাংশ দগ্ধ শিশু মিম, ১০ শতাংশ দগ্ধ নিয়ে আল আমিন, ৮ শতাংশ দগ্ধ নিয়ে নিরঞ্জন, ৫ শতাংশ দগ্ধ নিয়ে আব্দুস সালাম ও ১৫ শতাংশ দগ্ধ নিয়ে আলামিন চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘটনাস্থলেই ইকবাল নামে একজন ট্রাক হেলপার মারা যান। নজরুল ইসলাম নামে আরেকজন ব্যাবসায়ী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর মারা যান।
/এসবি/