‘কুয়েতে অগ্নিকাণ্ড ঘটা ভবনে কোনও বাংলাদেশি থাকতেন না’
কুয়েতের দক্ষিণাঞ্চলে এই ভবনের আগুনে ৪১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবি: রয়টার্স
কুয়েতের মাঙ্গাফ শহরের যে আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন, সেখানে কোনও বাংলাদেশি বসবাস করতেন বলে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাছে কোনও তথ্য নেই।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হোসেন বুধবার (১২ জুন) সন্ধ্যায় জানান, ওই আবাসিক ভবনে কোনও বাংলাদেশি শ্রমিক থাকতেন কি না এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনও তথ্য নেই। এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
দূতাবাস এ বিষয়ে আরও খোঁজখবর নেবে বলেও জানান তিনি।
আবুল হোসেন বলেন, বাংলাদেশিরা মূলত পরিচ্ছন্নতা খাতে এবং ভারতীয় ও নেপালিরা নির্মাণ খাতে কাজ করেন। তাছাড়া যে প্রতিষ্ঠানের কর্মীরা সেখানে থাকতেন, তাদের সেখানে বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত কোনও চাকরির চাহিদাপত্র নেই। এর অর্থ হলো, ওই ভবনে কোনও বাংলাদেশি বসবাস করছেন না বা আগুনে আহত বা নিহত হননি।
প্রসঙ্গত, কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরে আবাসন শ্রমিকদের একটি ভবনে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কুয়েত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান, বুধবার (১২ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে ভবনটি আগুন লাগার খবর পান তারা।
কুয়েত পুলিশের সিনিয়র আরেকজন কমান্ডার দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি শ্রমিকদের বাসস্থান ছিল। সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত, আগুনের ধোঁয়ায় শ্বাসবন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।’
ঢাকা/হাসান/এনএইচ