ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু, নিহত বেড়ে ২

প্রকাশিত: ১১:০৮, ১৪ জুন ২০২৪  
বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু, নিহত বেড়ে ২

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ ফুতু আক্তার (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। 

আরো পড়ুন:

তিনি বলেন, ভাটারা থেকে নারী-শিশুসহ ৪ জন আমাদের এখানে এসেছিল। বৃহস্পিতবার সন্ধ্যার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এই ঘটনায় বুধবার ভোরের দিকে আয়ান নামে তিন বছরের এক শিশু মারা যায়।

ডা. তরিকুল ইসলাম আরও বলেন, বর্তমানে নিহত শিশুর মা রকসি আক্তার ও নানা আব্দুল মান্নান দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলার রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছিল। পরে তাদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়