ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত

প্রকাশিত: ১৫:০৪, ২৮ জুন ২০২৪  
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত

রাজধানীর কালশী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন-সিফাতুর রহমান সাফিন ওরফে রাহুল (২১) ও মো. রাফি (১৬)।  বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় রাতেই রাহুল এবং শুক্রবার সকালে রাফির মৃত্যু হয়। 

আরো পড়ুন:

নিহত রাহুলের ফুফু আসমা আক্তার জানান, মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় থাকতেন দুই ভাই। তাদের বাবার নাম জহিরুল ইসলাম পনির। তার দুই সন্তানের মধ্যে রাহুল ডেলিভারিম্যান হিসেবে চাকরি করতেন। রাফি পেশায় গাড়িচালক ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রাহুল। গত রাতে তারা মোটরসাইকেলে কালশী যাচ্ছিলেন। কালশী ইসিবি চত্বরের পশ্চিম পাশে একটি মাটির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মধ্যরাতে রাহুলকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান রাফি।

ক্যান্টনমেন্ট থানার এসআই তাজুল ইসলাম জানান, ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়