ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৪ জুলাই ২০২৪   আপডেট: ১৮:০১, ২৪ জুলাই ২০২৪
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী

মো. হারুন-উর-রাশীদ আসকারী। ছবি: সংগৃহীত

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. হারুন-উর-রাশীদ আসকারী। 

গত বৃহস্পতিবার তার নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার পর আজ বুধবার থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। আজ দুপুরে একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তাকে সংবর্ধনা দিয়ে স্বাগত জানান একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা।

যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য হারুন-উর-রাশীদ আসকারীকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। গবেষক এবং অনুবাদক হিসেবে তিনি সমাদৃত। তিনি ২টি সম্পাদনা গ্রন্থসহ মোট ৮টি গ্রন্থ এবং শতাধিক প্রবন্ধ-নিবন্ধ-কলাম রচনা করেছেন। তবে পাঠকের কাছে ইংরেজি ভাষার প্রাবন্ধিক হিসেবে অধিক পরিচিত। বিশ্বকবি রবীন্দ্রানাথ ঠাকুরের জন্ম সার্ধশতবার্ষিকীতে ‘‘ঠাগোর'স রাইটিং ইন ইংলিশ’’ নামে তিন খণ্ডের বই সম্পাদনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই ‘আমার পিতা আমার বাংলাদেশ’-এর অনুবাদ ‘মাই ফাদার মাই বাংলাদেশ’ তার সম্পাদিত একটি বই। 

উল্লেখ্য তার আগে বাংলা একাডেমির এ পদে দায়িত্ব পালন করেছেন কবি মুহম্মদ নূরুল হুদা।  

তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়