ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা উত্তর সিটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বিকেলে মতবিনিময় সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ১৩:২০, ২৯ জুলাই ২০২৪
ঢাকা উত্তর সিটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বিকেলে মতবিনিময় সভা

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মতবিনিময় সভা ডেকেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে ডিএনসিসি এলাকার বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজের প্রিন্সিপালরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সোমবার (২৯ জুলাই) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আজ (সোমবার) বিকেল ৪টায় গুলশানে ডিএনসিসি নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এমএ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়