ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুধবার থেকে অ‌ফিস চল‌বে স্বাভাবিক সময়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ১৭:২৭, ৩০ জুলাই ২০২৪
বুধবার থেকে অ‌ফিস চল‌বে স্বাভাবিক সময়ে

৩১ জুলাই (বুধবার) থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চল‌বে। জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হো‌সেন সাংবা‌দিক‌দের এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

এর বাইরে ব্যাংক ও পুঁজিবাজারের সময়সূচি আলাদাভাবে ঘোষণা করবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা আর কারফিউয়ের কড়াকড়ি কাটিয়ে ১২ দিন পর স্বাভাবিক সময়ে ফিরছে সরকারের অফিসসূচি। 

কোটা সংস্কা‌র আ‌ন্দোলন‌কে ঘি‌রে স‌হিংসতা সংঘা‌তে ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ শুরু হয়। কারফিউর মধ্যে ২১ থেকে ২৩ জুলাই ছিল সাধারণ ছুটি। কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুন অফিস খোলে। ওই দফায় বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা অফিস কার্যক্রম চলে। ধারাবাহিকভাবে কারফিউ শিথিলের সময় বাড়ানো হলে এ সপ্তাহের রবি থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চালানোর সিদ্ধান্ত হয়।

এই তিনদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় কারফিউ শিথিল রাখা হয়েছিল। দেশের অন্য জেলাগুলোর কারফিউয়ের সময়সূচি ঠিক করে দিয়েছিল সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়