ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ প্রশাসনিক কর্মকর্তা হ‌লেন নন-ক্যাডার সহকারী সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৯ অক্টোবর ২০২৪  
১০ প্রশাসনিক কর্মকর্তা হ‌লেন নন-ক্যাডার সহকারী সচিব

১০ প্রশাসনিক কর্মকর্তাকে (এও) প‌দোন্ন‌তি দি‌য়ে নন-ক্যাডার সহকারী সচিব করা হ‌য়ে‌ছে। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ক্যাডার বহির্ভূত সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- কৃষি মন্ত্রণালয়ের মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, পরিকল্পনা বিভাগের ছাবিনা ইয়াছমিন ও মুহাম্মদ সাইফুল আলম সিদ্দিকী, স্বাস্থ্যসেবা বিভাগের মোহাম্মদ ইসমাইল ও জাফর আহমেদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাজহারুল ইসলাম, ডাক ও টেলিযোগ বিভাগের আবুল হাসেম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ কে ব্রোহী মিঞা, অর্থ বিভাগের মোহাম্মদ আবদুল্লা আল মামুন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মো. মনজুরুল ইসলাম।

প্রজ্ঞাপ‌নে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো। নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।

জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
 

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়