ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্ম উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ৬ নভেম্বর ২০২৪  
ধর্ম উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে ধর্ম উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। বাংলাদেশের অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে অস্ট্রেলিয়া সহায়তা করে আসছে। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। 

বাংলাদেশের উন্নয়নে অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তা কামনা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

উপদেষ্টা অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো তুলে ধরেন। এছাড়া, সম্প্রতি অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও হাইকমিশনারকে অবগত করেন।

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইমামদেরকে ইতিবাচক ভূমিকা রাখতে অনুরোধ জানান। এছাড়া, তিনি হালাল সনদের কার্যক্রমের বিষয়ে খোঁজ নেন।

এ সময় ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. নায়েব আলী মন্ডল, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (উন্নয়ন) সৈয়দ সাজ্জাদ হায়দার, ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) লারা এডামস
ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়