ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

রোববার গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ৯ নভেম্বর ২০২৪  
রোববার গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের (সমাবেশ) ঘোষণা দিয়েছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তান জিরো পয়েন্টে সমাবেশ করার কথা জানানো হয়।

শনিবার (৯ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।

নিজের ফেসবুকে তিনি আগামীকালের কর্মসূচির একটি ফটোকার্ড শেয়ার করেছেন। একই ফটোকার্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

এর কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লেখেন, ‘সাঈদ-নুর-আসাদ ভাই, ফ্যাসিবাদের জায়গা নেই। শহীদ সাঈদ নূর আসাদ, নিপাত যাবেই মুজিববাদ..।’

এদিকে এর আগে গুলিস্তানে একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির এই সমাবেশ ঘিরে কঠোর হুশিয়ারী দিয়েছেন অন্তবর্তী সরকারে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘গণহত্যাকারী/নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

এস//


সর্বশেষ

পাঠকপ্রিয়