ঢাকা     শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩১

আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ২৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২৩:০০, ২৯ নভেম্বর ২০২৪
আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (২৯ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম।

তিনি বলেন, ‘‘এ ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি গ্রেপ্তার নেই।’’

সারওয়ার আলম বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, “জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে আজ ক্ষমা করা হয়েছে। এ নিয়ে মোট ১৮৮ জন বাংলাদেশি মুক্তি পেয়েছেন।”

এর আগে গত ২৮ আগস্ট, প্রধান উপদেষ্টার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ৫৭ বাংলাদেশির শাস্তি মওকুফের অনুরোধ করা হয়। প্রধান উপদেষ্টার অনুরোধে প্রেসিডেন্ট ইতিবাচক পদক্ষেপ নিয়ে তাদের মুক্তি নিশ্চিত করেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সরকারি উদ্যোগ ও কূটনৈতিক তৎপরতায় এ পর্যন্ত আটক সব বাংলাদেশির মুক্তি নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে। এটি প্রবাসী শ্রমিকদের জন্য একটি বড় সাফল্য ও স্বস্তির বিষয় হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়