ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নহর ইনিশিয়েটিভস ডিজিটাল ফেলোশিপের যাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২৯ ডিসেম্বর ২০২৪  
নহর ইনিশিয়েটিভস ডিজিটাল ফেলোশিপের যাত্রা

জুলাই বিপ্লবের ৫০ জন আহত প্রতিবন্ধী ব্যক্তিসহ বিশ্বের ১০টি দেশের ৩০০ প্রতিবন্ধীর কর্মসংস্থানের লক্ষ্যে নহর ইনিশিয়েটিভস ডিজিটাল ফেলোশিপ ২০২৫-এর যাত্রা শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়ন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নহর ইনিশিয়েটিভস ডিজিটাল ফেলোশিপ-২০২৫ চালু করা হচ্ছে। এই উপলক্ষে রাজধানীর বনানীর ইউনিভার্সিটি অব স্কলারসে শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এই ফেলোশিপে প্রতিবন্ধী ব্যক্তিরা ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে অধ্যয়নের সুযোগ পাবে। দুই সেমিস্টারে পড়াশোনা শেষে ৪ মাসের পেইড ইন্টার্নশিপের মধ্যদিয়ে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন তারা। এই সকল কিছু সম্পন্ন হবে ‘ই লার্নিং প্ল্যাটফর্ম’ এবং এআই প্রযুক্তির মাধ্যমে।

এই ডিজিটাল ফেলোশিপে বাংলাদেশ থেকে ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সরাসরি সুপারিশে ৫০ জনসহ পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, সিঙ্গাপুর, নাইজেরিয়া, ঘানা, জিম্বাবুয়ে থেকে ২০০ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করবেন। এর আগে প্রথম গ্রুপ থেকে ১২ জন গ্রাজুয়েট বের হয়েছেন। বর্তমানে ২০০ জন প্রতিবন্ধী ব্যক্তি ৯টি দেশ থেকে তাদের শেষ সেমিস্টারে রয়েছেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ব্রুনাইয়ের ভারপ্রাপ্ত হাইকমিশনার রোজিমি আব্দুল্লাহ, আকিজ ফাউন্ডেশন স্কুল এবং কলেজের ডিরেক্টর প্রফেসর জামিলুন্নেসা, ইউনিভার্সিটি অব স্কলারসের ভাইস চেয়ারম্যান আরিফুল হক সহান, অভিনেতা তাওসিফ মাহবুব, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফাতিহা আয়াত, নহর-এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ফারিদ খান, আমিরুল মোমেনিন মানিক, আল মানার হসপিটালের প্রতিষ্ঠাতা ডিরেক্টর ডাক্তার সুলতান আহমেদ এবং নহরের চেয়ারম্যান ভ্যালেরি অ্যান টেইলর। এ ছাড়াও নাহিদা সুলতানা, এইচ এম আতিফ ওয়ফিক, রনি শাহ এবং শুভ মোহাম্মদ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সবশেষে প্রতিবন্ধী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা কেক কেটে ডিজিটাল ফেলোশিপ-২০২৫ এর সূচনা করেন।

 

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়