ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪৮ কোটি টাকার অনুদান দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১ জানুয়ারি ২০২৫  
৪৮ কোটি টাকার অনুদান দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানে হতাহতদের সহায়তায় প্রতিষ্ঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। নতুন বছরে এসে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের কী পরিমাণ সহায়তা করা হয়েছে, তার হিসাব প্রকাশ করল সেই ফাউন্ডেশন।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর শাহবাগে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, এ পর্যন্ত অনুদান জমা হয়েছে ১০৯ কোটি ২০ লাখ ৫ টাকা। বিরতণ করা হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকা।

তিনি আরো জানান, এখন পর্যন্ত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ২ হাজার ২২৮ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদান বিতরণ করা হয়েছে। এর মধ্যে আছে ৬২৮ জন শহীদের পরিবার। সহায়তা পেয়েছেন ১ হাজার ৬০১ জন আহতের পরিবারও।

ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, অতীতে দেশে এতো পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, সেটা খুঁজে পাওয়া দুষ্কর। এসময় আহত এবং শহীদের তালিকা যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানান সারজিস আলম।

রংপুরের আবু সাঈদ ও রাজধানীর উত্তরায় মুগ্ধদের মত অসংখ্য তরুণের দুরন্ত সাহসের কাছে হার মেনেছে প্রতাপশালী শেখ হাসিনার শাসন। জুলাইয়ে শুরু হওয়া রক্তাক্ত বিপ্লবের চূড়ান্ত পরিণতি পায় ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্রদের ভাষায় যা ৩৬ জুলাই। সেই নামানুসারে গণঅভ্যুত্থানে হতাহতদের সহায়তায় প্রতিষ্ঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের।

প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ এবং আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়