ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাদপন্থিদের নিষিদ্ধ ও বিচারের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:১৯, ১০ জানুয়ারি ২০২৫
সাদপন্থিদের নিষিদ্ধ ও বিচারের দাবি

তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থি অংশকে নিষিদ্ধ এবং টঙ্গীর ইজতেমা ময়দানে মুসল্লিদের ওপরে হামলায় জড়িতদের বিচার করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে আলেমরা বলেন, “২০১৮ সালের ১ ডিসেম্বর ইজতেমা ময়দানে রাতের আঁধারে সাদপন্থিরা হামলা চালিয়ে শত শত মুসল্লি ও শিক্ষার্থীর অঙ্গহানি করেছে। একইভাবে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে। তাদের কয়েক জন গ্রেপ্তার হলেও আগাম জামিন দেওয়া হয়েছে।” 

বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর পল্টন থেকে কাকরাইল হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়