ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় চেখভের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১১ জানুয়ারি ২০২৫  
ঢাকায় চেখভের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

ঢাকায় রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক আন্তন চেখভের জন্মের ১৬৫তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার ঢাকাস্থ রাশিয়ান হাউস একটি মনোমুগ্ধকর সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছে। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব সাহিত্যে চেখভের গভীর অবদানকে সম্মান জানাতে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠান শুরু হয় ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল এ. দভোইচেনকভের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তার বক্তব্যে তিনি চেখভের জীবন ও সাহিত্যিক উত্তরাধিকারের কথা তুলে ধরেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সন্ধ্যায় রাশিয়ান হাউসে রুশ ভাষা কোর্সের শিক্ষার্থীদের দ্বারা মনোমুগ্ধকর উপস্থাপনা এবং পরিবেশনার একটি সিরিজ অনুষ্ঠিত হয়। সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট প্রাক্তন ছাত্র চেখভের মর্মস্পর্শী রচনা ‘শেষ বিদায়’-এর একটি বিশেষ আবৃত্তি করেন।

অনুষ্ঠানটি শেষ হয় রুশ ভাষা প্রশিক্ষক মিসেস ওলগা রায়ের নির্দেশনায় রুশ ভাষার শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত চেখভের ছোট গল্প "ফ্যাট অ্যান্ড থিন’ এর একটি নাটকীয় পাঠের মাধ্যমে।

শ্রোতারা এই অনুষ্ঠানের পরিবেশনায় গভীরভাবে মুগ্ধ হয়, চেখভের অসাধারণ গল্প বলা, মানব প্রকৃতির অন্বেষণ এবং বিশ্ব সাহিত্যে তার স্থায়ী প্রভাবের জন্য নতুনভাবে প্রশংসা অর্জন করে।

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়