ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, মাত্রা ৫ দশমিক ১

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৩২, ২৪ জানুয়ারি ২০২৫
মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, মাত্রা ৫ দশমিক ১

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৩ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক এক। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তে।

জানা গেছে, সিলেট, শেরপুর, ফেনীসহ দেশের আরো কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে।

এর আগে চলতি জানুয়ারি মাসে কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ৩ ও ৭ জানুয়ারি অনুভূত হয়। ৩ জানুয়ারি হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে ছিল। সেটি ছিল মাঝারি ধরনের। আর ৭ জানুয়ারির ভূমিকম্পটি ছিল তীব্র ধরনের।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২১ জানুয়ারি রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূতি হয়। যেটার উৎপত্তি ছিল ভারতের মেঘালয়ের কাশি হিলস।

ঢাকা/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়