ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বংশালে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: ১৯:০০, ২৫ জানুয়ারি ২০২৫  
বংশালে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

রাজধানীর বংশালে মাকসুদা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে বংশাল থানার শিক্ষাটুলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন:

বংশাল থানা উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ইব্রাহিমের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গোপালপুর নতুনপাড়া এলাকায়। ইব্রাহিম ও তার স্ত্রী মাকসুদা খাতুন বংশাল থানার শিক্ষাটুলি এলাকার ২৪ নম্বর বাসায় থাকতেন। বেশ কিছুদিন ধরে ইব্রাহিম তার স্ত্রী মাকসুদা খাতুন পরকীয়া করছেন এমন সন্দেহ করতেন। এর জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল বিকেলে এই বিষয় নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ইব্রাহিম হাতুড়ি দিয়ে তার স্ত্রী মাকসুদা খাতুনকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়