রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি শাহজাহান
রাজশাহী রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজাহান। একইসঙ্গে বাসুদেব বনিককে পুলিশ সদরদপ্তরে টিআর পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে সই করেন। এতে বলা হয়, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) বাসুদেব বনিককে পুলিশ সদরদপ্তরে টিআর পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইমন