ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা দক্ষিণে তারুণ্যের উৎসব 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৩০ জানুয়ারি ২০২৫  
ঢাকা দক্ষিণে তারুণ্যের উৎসব 

সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে তারুণ্যের উৎসব, ২০২৫ উদযাপন করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ডিএসসিসির তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন এ তথ্য জানিয়েছেন।  

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে গত ১১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক আন্তঃস্কুল বিতর্ক এবং কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক বিতর্কের আয়োজন করা হয়।

এক সপ্তাহে ৪ হাজার ৭৮৪ জন পরিচ্ছন্নতাকর্মী ও ২৬২৬ জন মশক নিধনকর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমে অংশ নেন। 

২৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ডিএসসিসি ও তরুণ স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এছাড়াও ২৫ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসসিসির আওতাধীন স্কুল, কলেজ ও মাদ্রাসায় রচনা, কুইজ, জুলাই আন্দোলন-সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন শাখা-১ এর পরিপত্র অনুযায়ী ৭৫টি ওয়ার্ডে তারুণ্যের উৎসব আয়োজনের এ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়