ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জায়গায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫
বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জায়গায়

গ্যাস লাইন মেরামতের জন্য কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় আগামীকাল বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।   

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) কর্তৃক নরসিংদীর মনোহরদি গ্যাস মিটারিং ষ্টেশন মোডিফিকেশন কাজে ওই স্টেশন থেকে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএস গামী গ্যাস লাইনে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহষ্পতিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় নরসিংদী জেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, গাজীপুরের কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়