ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

শাহবাগে অবরোধকারীদের সরাতে লাঠিচার্জ, জলকামান-সাউন্ড গ্রেনেড  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫
শাহবাগে অবরোধকারীদের সরাতে লাঠিচার্জ, জলকামান-সাউন্ড গ্রেনেড  

প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে ঢাকার শাহবাগ অবরোধ করা প্রার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। ছবি: রায়হান হোসেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নেন তৃতীয় ধাপের প্রার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে পুলিশ; লাঠিচার্জ করে তাদের সরাতে না পেরে একইসঙ্গে জলকামান ব্যবহার করে। একপর্যায়ে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। কাঁদানে গ্যাসও ছোড়া হয় তাদের ওপর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। তাদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুলিশ  প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার কথা বলেন। পরে আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় থাকলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে জলকামান প্রয়োগ করা হয়। তারপর সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঘটনাস্থল থেকে কানিজ ফাতেমা নামে এক আন্দোলনকারী বলেন, “নিয়োগপত্র পাওয়ার পরও কর্মস্থলে যোগ দিতে না পেরে আজ রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমাদের অনেকের বয়স শেষ। আর কোনো পরীক্ষা দিতে পারব না।”

আন্দোলনকারীরা বলছেন, ২০২৪ সালের ৫ ডিসেম্বর তাদের কর্মক্ষেত্রে যোগদান করার কথা, কিন্তু আইনি জটিলতার কারণে তারা তা পারেননি। যারা সুপারিশপ্রাপ্ত হননি, এমন ৩১ জনের রিটে তাদের ফলাফল বাতিল করা হয়েছে। তারা বলছেন, এ কেমন প্রহসন? এ দায় আসলে কে নেবে? তারা একপ্রকার মানবেতর জীবনযাপন করছেন।

এর আগে আন্দোলনকারীরা এক বিজ্ঞপ্তিতে বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম ও অপেক্ষমাণ তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন যেন থামছেই না। ২০২৩ সালের ১৪ জুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৯ মার্চ। এ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২০২৪ সালের ২১ এপ্রিল এবং ভাইভা সম্পন্ন হয় ১২ জুন।

বিজ্ঞপ্তির বর্ণনা অনুযায়ী, আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ওই বছরের ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়। ৩১ জন হাইকোর্টে রিট করেন, যারা সুপারিশপ্রাপ্ত হননি। এর পরিপ্রেক্ষিতে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত হয়ে যায়। এরইমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে চারটি শুনানির পর চূড়ান্ত জাজমেন্টে ৬ তারিখ বাতিল ঘোষণা করা হয়।

প্রার্থীরা বিজ্ঞপ্তিতে আরো বলেন,  ২০২৪ সালের ১১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৫ ডিসেম্বর জেলা শিক্ষা অফিস এবং ৮ ডিসেম্বর স্কুল পদায়ন সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করে। সে অনুযায়ী, প্রার্থীরা নিজ নিজ জেলা সিভিল সার্জন অফিসে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্র হাতে পেয়েছেন। সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ৬ হাজার ৫৩১টি পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। সবাই এক প্রকার মানসিক বিপর্যয় ও মানবেতর জীবনযাপন করছেন।

ঢাকা/মাকসুদ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়