ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পররাষ্ট্র উপদেষ্টার

কূটনৈতিক প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৫
জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পররাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি। 

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘‘যদিও বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন রয়েছে, তবুও দুই দেশের মধ্যে ভালো ও কার্যকরী সম্পর্ক বজায় রাখতে সম্মত রয়েছে দুই পক্ষ।’’

শিগগিরই ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি, তবে এই বিষয়ে বাংলাদেশের উদ্বেগ রয়ে গেছে।’’

উপদেষ্টা বলেন, ‘‘বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন সিদ্ধান্তে বাংলাদেশের কিছুই করার নেই।’’

সম্প্রতি ওমানের রাজধানী মাস্কটে ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সম্মেলনের সাইডলাইনে তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তার সমাধান নিয়ে আলোচনা করেন।

ঢাকা/হাসান//

সর্বশেষ

পাঠকপ্রিয়