ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৯:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

ফাইল ফটো

ফাগুনের শুরুতে বৃষ্টিতে নতুন রূপে সাজছে প্রকৃতি। গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছ। এই অবস্থায় আগামী দু’দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে, আগামী মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এই তিন দিন শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে আবহওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়