স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, না মরেও জানাজার সওয়াব পেয়েছি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুধু পদত্যাগ নয়, বরং কিছু লোক কুশপুত্তলিকা দাহ, জানাজা ও দাফন করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছেন বলেও মনে করেন তিনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘‘আপনি তো শুধু বললেন পদত্যাগ। আমার তো কুশপুতুল দাহ হয়েছে, দাফন হয়ে গেছে। পদত্যাগ চাওয়া তো কম হয়েছে। আমার তো জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পর, জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি।’’
পরিস্থিতি যদি ভালোই হতো তবে রাত ৩টা বাজে কেন স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং করতে হল— এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘আগের সিস্টেমে হলে রাত আড়াইটায় কিন্তু আপনাদের কাউকে খুঁজেও পেতাম না। আমি আধ ঘণ্টা আগে আপনাদের বলেছি, আপনারা সবাই গিয়ে হাজির হয়েছেন। আমরা জানি, দিনরাত আপনারা কাজ করে যাচ্ছেন। এটা আপনাদের বোঝানোর জন্য যে, আমরাও দিনে-রাতে সব সময় কাজ করে যাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করেন না, দরকার হলে তিনি রাতেও ব্রিফ করেন।’’
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ