ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ ঢাকার যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫  
আজ ঢাকার যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রতীকী ছবি

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ঢাকার কিছু এলাকায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা বারিধারা ডিপ্লোমেটিক জোনের রোড নম্বর- ১১, ১২, ১৩, ১৪ এলাকা, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি থেকে পুরো বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তর-পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঢাকা/হাসান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়