ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত

প্রকাশিত: ২২:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত

ভাই-বোনের মাঝে হাস্যজ্জল সীমা বেগম।

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সীমাকে হাসপাতালে নিয়ে আসা তার স্বামী আক্তার হোসেন বলেন, ‘‘সন্ধ্যার দিকে আমার মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে কুপিয়ে তার কাছে থাকা ২ হাজার টাকা ও তার কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি খবর পেয়ে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই।’’

তিনি আরো বলেন, ‘‘আমাদের বাড়ি মাদারীপুর সদরের মিঠাপুকুর গ্রামে। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ ইস্পাহানী বউবাজার আমবাগিচা এলাকায় জজমিয়ার ভাড়া বাসায় বসবাস করি।’’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় সীমা নামে এক নারীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়