ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ অটোরিকশা ও হকার বর্জনের আহ্বান ডিএনসিসি প্রশাসকের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ২৪ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:৫১, ২৪ এপ্রিল ২০২৫
অবৈধ অটোরিকশা ও হকার বর্জনের আহ্বান ডিএনসিসি প্রশাসকের

ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশায় না চড়তে এবং ফুটপাত দখল করে বসা হকারদের থেকে কেনাকাটা না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত অঞ্চল-৭ এর গণশুনানিতে তিনি এ আহ্বান জানান।

আরো পড়ুন:

প্রশাসক বলেন, “প্রতিটি গণশুনানিতে দুটি সাধারণ অভিযোগ পাই—অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ এবং ফুটপাত দখলদার হকার উচ্ছেদ। অথচ অনেকেই নিজেরাই এই যানবাহনে চলাচল করছেন ও হকারদের থেকে পণ্য কিনছেন। আপনারা যদি এই পরিবহনে না ওঠেন এবং ফুটপাতে কেনাকাটা না করেন, তাহলে তাদের টিকে থাকা কঠিন হবে।”

তিনি আরো জানান, প্রধান সড়কে অটোরিকশা ও রিকশা চলাচল নিষিদ্ধ। ডিএনসিসির উদ্যোগে বুয়েটের মাধ্যমে একটি স্ট্যান্ডার্ড অটোরিকশা ডিজাইন তৈরি করা হচ্ছে। সেটি অনুমোদিত হলে লাইসেন্সধারীরাই নির্দিষ্ট রুটে চলাচল করতে পারবেন।

ফুটপাত দখলমুক্ত করতে নগরবাসীর সহায়তা কামনা করে তিনি বলেন, “ঢাকার প্রতিটি এলাকায় মার্কেট ও বাজার রয়েছে। দয়া করে ফুটপাতের হকারদের পণ্য না কিনে বৈধ দোকান থেকে কেনাকাটা করুন। তাহলে আমাদের অভিযানে সাফল্য আসবে।”

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের নিজ বাড়ি পরিষ্কারে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কর্মীরা সবার বাড়িতে ঢুকে ওষুধ দিতে পারে না। বাড়ির ভেতর ও বাউন্ডারিতে মশার প্রজনন ক্ষেত্র থাকছে। নিজেদের বাড়ি নিজেরাই পরিষ্কার করতে হবে।”

এক বাসিন্দার হোল্ডিং ট্যাক্স মওকুফের বিষয়ে প্রশ্নের জবাবে প্রশাসক জানান, আইনের বাইরে গিয়ে কয়েক বছরের কর মওকুফের সুযোগ নেই। তবে রিবেট (কর ছাড়) দেওয়ার সুযোগ রয়েছে, যা আবেদন করলে বিবেচনায় আনা হবে।

তিনি আরো জানান, মে মাসের প্রথম সপ্তাহে হোল্ডিং ট্যাক্স পরিশোধের জন্য কর মেলার আয়োজন করা হবে। সেখানে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একদিনেই কর পরিশোধ ও রিবেট আবেদন করা যাবে।

গণশুনানিতে অঞ্চল-৭ ও ৮-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান ও মো. জুলকার নায়নসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/এনএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়