ভিসা পেতে জাল নথিপত্র না দেওয়ার আহ্বান সুইডিশ দূতাবাসের
ভিসা পাওয়ার জাল নথিপত্র দাখিল না করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ সুইডেনের দূতাবাস।
মঙ্গলবার (৬ মে) ঢাকার সুইডিশ দূতাবাস এক বার্তায় এ আহ্বান জানিয়েছে।
এতে বলা হয়, আপনার ভিসার আবেদনের সঙ্গে শুধু মূল নথি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন। জালিয়াতি, জাল বা কারসাজি করা নথিপত্র তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হবে। আপনি যদি মূল নথিপত্র জমা না দেন, তবে সেটা সব শেনজেন সদস্য দেশ জানবে।
ঢাকা/হাসান/রফিক