ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্দোলন মঞ্চে ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৯ মে ২০২৫   আপডেট: ১৩:০৭, ৯ মে ২০২৫
আন্দোলন মঞ্চে ছাত্র-জনতা

শুক্রবার দুপুরে মিন্টো রোডে পানির ফোয়ারার সামনে প্রস্তুত করা মঞ্চের সামনে যান আন্দোলনকারীরা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলন মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে মিন্টো রোডে পানির ফোয়ারার সামনে প্রস্তুত করা মঞ্চের সামনে যান আন্দোলনকারীরা। 

জুমার নামাজের পর এ মঞ্চে এনসিপিসহ সমমনা রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে সমাবেশ করার কথা রয়েছে।

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে শুরু হওয়া কর্মসূচি শুক্রবার (৯ মে) দুপুর পর্যন্ত অব্যাহত আছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সরকারি ঘোষণা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এর পর সেখানে লোকজন জড়ো হতে শুরু করে। তারা সারা রাত সেখানে ছিলেন। শুক্রবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা যমুনার সামনে আসেন। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় ওই এলাকা। 

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য আসেনি।

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়