ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ১২ মে ২০২৫  
আ.লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: রাইজিংবিডি

আওয়ামী লীগ মিছিল করা বা সংগঠিত হওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এই কথা জানান।

আরো পড়ুন:

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা আছে আমরা সেভাবেই কাজ করব। এ বিষয়ে সেদিন (শনিবার) বিস্তারিত বলে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আইন যেটা হয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।”

আওয়ামী লীগ তো সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা ঝটিকা মিছিল, রাতে মিছিল করছে-এক্ষেত্রে আপনাদের কার্যক্রম কী হবে-জবাবে উপদেষ্টা বলেন, “আপনারা যদি আমাদের আগে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারব। আর গোয়েন্দা সংস্থার মাধ্যমে যদি আমরা জানতে পারি তাহলেও আমরা ব্যবস্থা নেব।”

এছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের লাল পাসপোর্টের বৈধতা ‌নি‌য়ে খ‌তি‌য়ে দেখা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “এ বিষয়ে তদন্তের জন্য কমিটি করা হয়েছে। আর তিনি ছিলেন একজন রাষ্ট্রপতি, তার জন্য এটা প্রযোজ্য কি না তা দেখতে হবে।” 

উপদেষ্টা বলেন, “সাবেক রাষ্ট্রপতির কাছে এই পাসপোর্ট রাখা বৈধ ছিল না অবৈধ ছিল, তা তদন্ত করে দেখা হবে। রাষ্ট্রপতিরা কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পান। তাই প্রটোকলের বাইরে কিছু হয়েছে কি না, তা দেখা হবে।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়