ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবশেষে ঝুম বৃষ্টি, স্বস্তি ফিরল জনজীবনে

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ১৪ মে ২০২৫   আপডেট: ১৬:১৮, ১৪ মে ২০২৫
অবশেষে ঝুম বৃষ্টি, স্বস্তি ফিরল জনজীবনে

রাজধানীতে বৃষ্টি

বৈশাখ শেষ হয়ে এলেও মিলছিল না বৃষ্টির দেখা। তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা ছিল রাজধানীসহ প্রায় সারাদেশের মানুষের। অবশেষে নামল বৃষ্টি। স্বস্তি ফিরল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের। 

আবহাওয়া অফিস আগেই জানিয়েছে, আজ বুধবার বেলা ১টা থেকে বিকেল ৪টার মধ্যে দেশের নয় জেলার কিছু স্থানে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব স্থানে বজ্রপাতের আশঙ্কা আছে। ফলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয় আবহাওয়া অধিদপ্তর।

গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। 

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব এলাকায়  ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে পুনরায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক বার্তা দিয়ে বলা হয়, বজ্রপাতের একাধিক শব্দ শোনার পর সর্বশেষ শব্দের সময় থেকে অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করতে হবে, যাতে প্রাণহানির ঝুঁকি কমানো যায়।

ঢাকা/হাসান//

সর্বশেষ

পাঠকপ্রিয়