ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ, শাহবাগে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১৪ মে ২০২৫   আপডেট: ২২:১৫, ১৪ মে ২০২৫
নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ, শাহবাগে যান চলাচল স্বাভাবিক

শিক্ষার্থীরা শাহবাগ মোড় থেকে সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। তবে শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। এদিকে, শিক্ষার্থীরা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধ করতে চাইলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ছত্রভঙ্গ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‍“ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদেরকে আমরা অনেকবার বুঝানোর চেষ্টা করছি যে, তাদের দাবি পূরণের জন্য আমাদের কোনো এখতিয়ার নেই। আমরা তাদেরকে আমাদের গাড়ি করে কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে চেয়েছি তারা তাতেও রাজি হয়নি। এখন তাদেরকে শান্তিপূর্ণভাবে শাহবাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক হয়েছে।”

ঢাকা/রায়হান/সাইফ 


সর্বশেষ

পাঠকপ্রিয়