বনানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
ঢামেক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ
রাজধানী বনানীর সদর দপ্তরের সামনে গাড়ির ধাক্কায় এক নারী (২৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল বলেন, “রাতে আমরা খবর পেয়ে নৌবাহিনীর সদর দপ্তরের সামনের রাস্তায় ওপর ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, মৃতের পরিচয় জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। সিআইডিকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তির মাধ্যমে ওই নারী পরিচয় সনাক্তের জন্য। অজ্ঞতানামা নারী ভবঘুরের প্রকৃতির ছিল। ধারণা করা হচ্ছে ওই নারী রাস্তা পারাপারের সময় কোন গাড়ির সাথে ধাক্কা লাগে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
ঢাকা/বুলবুল/এস