বাড্ডায় বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ঢাকার বাড্ডার আফতাব নগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লেগে মা-বাবা ও তাদের তিন সন্তান দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ পাঁচ জনের অবস্থায় আশঙ্কাজন বলে চিকিৎসক জানিয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে আফতাব নগরের দক্ষিণ আনন্দনগর এলাকার আনসার ক্যাম্প বাজারসংলগ্ন একটি তিন তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন— তোফাজ্জল হোসাইন (৪৫), তার স্ত্রী মানসুরা বেগম (৪৫) এবং তাদের তিন মেয়ে তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিসা (৪)।
তোফাজ্জল হোসাইনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক এবং পরিবারসহ আফতাব নগরে বসবাস করেন।
তোফাজ্জল হোসাইনে প্রতিবেশী মোহাম্মদ হোসেন শরীফ জানান, রান্না করার জন্য রাতে চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতেই সবাই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আগুনে তোফাজ্জলের ৮০ শতাংশ, মানসুরার ৬৭ শতাংশ, তানজিলার ৬৬ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ ও তানিশার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা/বুলবুল/ইভা