মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
রাজধানীর মতিঝিলে একটি তিন তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘তিন তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’
এদিকে, আগুন লাগার খবরে বিভিন্ন ফ্লোরে অবস্থান করা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা নিরাপদে নিচে নেমে আসেন।
ঢাকা/এমআর/রাজীব