ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন চলবে যেসব ট্রেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১৮ মে ২০২৫  
ঈদের দিন চলবে যেসব ট্রেন

ফাইল ফটো

এবারও ঈদের দিনে সারা দেশে অধিকাংশ ট্রেনের চলাচল বন্ধ থাকবে। তবে, প্রতিবারের মতো ঈদের দিন নির্দিষ্ট কয়েকটি ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ৷

শনিবার (১৭ মে) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবিরের সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়েছে ৷ এরইমধ্যে চিঠির অনুলিপি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ৷

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার দিন রেলওয়ে পূর্বাঞ্চলের ১ নং আপ/২ নং ডাউন (চট্টগ্রাম মেইল) এবং ৫৫ নং আপ/৫৬ নং ডাউন (ভাওয়াল এক্সপ্রেস) ছাড়া সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার সুপারিশ করা করা হয়েছে৷

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত উপলক্ষে বিশেষ ট্রেনটি শুধু ঈদের দিন চলাচল করবে ৷

এছাড়া, ঈদের দিন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর, মেইল, কমিউটার এবং লোকাল বা মিশ্র ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ ওই দিন শুধু ২৫ নং (নকশিকাঁথা) ট্রেনটি খুলনা-ঢাকা রুটে চলাচল করবে ৷

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়