ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

ইসি ভবনের মূল ফটকে এনসিপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২১ মে ২০২৫   আপডেট: ১৪:৪১, ২১ মে ২০২৫
ইসি ভবনের মূল ফটকে এনসিপির নেতাকর্মীরা

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। কার্যত নির্বাচন ভবনের ফটক অবরুদ্ধ করে রেখেছেন তারা।

বুধবার (২১ মে) সকাল থেকেই নির্বাচন ভবনের নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশপাশে পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব এবং সেনা সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয়েছে কাঁটাতারের ব্যারিকেড। তবে, বেলা দেড়টার দিকে সেই ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা নির্বাচন ভবনের মূল ফটকের একেবারে সামনে গিয়ে অবস্থান নেন। 

ইসি বিশেষ রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করছে এনসিপি। অন্যদিকে, ফ্যাসিস্ট সরকারের করা আইনের অধীনে নিয়োগ পাওয়া ইসিরও পুনর্গঠন চেয়েছে দলটি।

এছাড়াও বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনকে আদালতের রায়ের ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় ইসির প্রতি বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি দিয়েছে দলটি। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনাররা পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। 

ঢাকা/সুকান্ত/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়