ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৮ মের মধ্যে শ্রমিকদের পাওনা দেবেন, না হলে গ্রেপ্তার: শ্রম উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২১ মে ২০২৫   আপডেট: ২১:২৯, ২১ মে ২০২৫
২৮ মের মধ্যে শ্রমিকদের পাওনা দেবেন, না হলে গ্রেপ্তার: শ্রম উপদেষ্টা

আগামী ২৮ মে’র মধ্যে আন্দোলনরত শ্রমিকদের পাওনা পরিশোধ করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

কারখানা মা‌লিক‌দের উ‌দ্দে‌শ্যে তি‌নি ব‌লেন, “ঘরবাড়ি বিক্রি করে হলেও ২৮ মে’র মধ্যে আন্দোলনরত শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হ‌বে, না হ‌লে গ্রেপ্তার হবেন।”

আরো পড়ুন:

আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে বুধবার (২১ মে) সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা ব‌লেন তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের শ্রম মন্ত্রণালয় ও যমুনা ঘেরাও করার কথা ছিল। ফ্যাক্টরির সঙ্গে যুক্ত হচ্ছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু ঘটনাটা আমার ঘাড়ে এসে চাপছে। আমরা গতকাল (মঙ্গলবার) মালিকদের নিয়ে বসেছিলাম। সিদ্ধান্ত হয়েছে উনাদের ঘরবাড়ি বিক্রি করে হলেও আগামী ২৮ মে’র মধ্যে শ্রমিকদের টাকা-পয়সা দেবেন। সেটা তারা না করলে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি হতে পারে, ওয়ারেন্ট জারি আছে তারা গ্রেপ্তার হবেন।”

তিনি ব‌লেন, “ওয়ারেন্ট জারি হয়েছে, তারা বিদেশে থাকলে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে। শ্রমিকদের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দিক, আর গাড়ি বিক্রি দিক। যিনি শ্রমিকদের দুই-তিন মাস বেতন দিতে পারেন না তার তো এই সেক্টরে থাকা উচিত না।”

এরই মধ্যে পাঁচজন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে জা‌নি‌য়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব‌লেন, “আমি মালিকদের অনুরোধ করছি, যেভাবে পারেন আপনারা হয় টাকা শোধ করেন অথবা আপনাদের জেলে যেতে হবে। ওয়ারেন্ট জারি আছে, কিন্তু সেটি আমরা অ্যাক্টিভেট করছি না। কয়েকজনকে বলেছি, আপনারা ঢাকা শহরে থাকতে পারবেন না।”

আসন্ন ঈদের প্রস্তু‌তি জা‌নি‌য়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, “সভায় সিদ্ধান্ত হয়েছে, বাল্কহেডগুলো ঈদের তিনদিন আগে থেকে এবং ঈদের পরে সাতদিনসহ মোট ১০ দিন বন্ধ থাকবে। দিনের সঙ্গে রাতেও সেগুলো চলবে না।” আগামী ৫ জুনের পর থেকে লঞ্চে অস্ত্রধারী চারজন করে আনসার থাকবে বলেও জানান তিনি।

রৌমারী থেকে চিলমারী রুটে দুইটি ফেরি চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, “এখন এগুলো পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এটা চালু হলে জামালপুরকে কানেক্ট করবে। এর ফলে দূরত্ব ১০০ কিলোমিটার কমে যাবে। সিলেটের জন্য হয়ত তাই হবে। আমি মনে করি, এটা আমাদের জন্য একটা বড় অর্জন। ঈদ উপলক্ষে আগামীকাল থেকে ফেরি সার্ভিস চালু হবে। ড্রেজিং করে এই নৌপথ চালু করা হয়েছে।”

ঢাকা/নঈমুদ্দীন/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়