ঢাকা     বুধবার   ২৫ জুন ২০২৫ ||  আষাঢ় ১১ ১৪৩২

নাটোরে ১৬ টন সরকারি চাল জব্দ

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২৩ মে ২০২৫   আপডেট: ১৬:৫৬, ২৩ মে ২০২৫
নাটোরে ১৬ টন সরকারি চাল জব্দ

নাটোরের সিংড়া উপজেলায় ১৬ টন সরকারি চাল জব্দ করেছে সেনাবাহিনীর টহল দল। 

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে জব্দ করা চালগুলো সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

এর আগে বুধবার রাতে সিংড়া উপজেলার হাট এলাকা থেকে খাদ্য অধিদপ্তর লেখাযুক্ত দুই ট্রলি চাল জব্দ করা হয়।

সেনাবাহিনীর সিংড়া ক্যাম্প সূত্র জানিয়েছে, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ করা চাল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছে এলাকাভিত্তিক পাঠানো হয়। শ্রমিকদের কাজের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ চাল দেওয়া হয়। নিয়ম অনুযায়ী কাবিখার চাল বিক্রি করলে সরকারি বস্তা পরিবর্তন করে দরপত্রের মাধ্যমে করতে হয়। কিন্তু, সেই নিয়ম না মেনে কলম ইউনিয়নের প্যানেল মেম্বার হারুনুর রশিদ, ইটালি ইউনিয়নের মোকলেসুর রহমান, চৌগ্রাম ইউনিয়নের মোজাফফর রহমান, রামানন্দ খাজুরা ইউনিয়নের রেবেকা বেগম সরকারি চাল রাজু ও বাবু নামের দুই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। রাতের আঁধারে দুটি ট্রলিযোগে পরিবহনের সময় সেনাবাহিনীর সদস্যরা এসব চাল জব্দ করে। সেনা সদস্যরা চাল বিক্রির বৈধ কাগজপত্র দেখতে চাইলে জনপ্রতিনিধিরা তা দেখাতে ব্যর্থ হন। 

চালের ক্রেতা বাবু কমিশনার জানিয়েছেন, তিনি জনপ্রতিনিধিদের কাছ থেকে নিয়ম মেনেই চাল কিনেছেন। তার কাছে চাল কেনার বৈধ কাগজপত্র আছে।

সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, সরকারি চাল জব্দের বিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে জনপ্রতিনিধি বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে কিছু জানানো হয়নি।

ঢাকা/আরিফুল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়