ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৫ মে ২০২৫  
বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেলটি অক্ষত থাকলেও ট্রাকচাপায় ঘটনাস্থলে মারা গেছেন দুই আরোহী

ঢাকার বনানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

রবিবার (২৫ মে) সকাল ১০টার দিকে বানানী ফ্লাইওভারের ঢালে কাকলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গাড়িটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি মহাখালীর দিকে যাচ্ছিল। কাকলির মোড়ে পৌঁছালে রাস্তায় পিছলে পড়ে গেলে পণ্যবাহী ট্রাকটি তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। 
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়