ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বন্দর আমরা কাউকে দিচ্ছি না: প্রেস সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৫ মে ২০২৫  
চট্টগ্রাম বন্দর আমরা কাউকে দিচ্ছি না: প্রেস সচিব

চট্টগ্রাম বন্দর সংস্কার করা হবে, এটা কাউকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  

রবিবার (২৫ মে) দুপুরে ঢাকার বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটরিয়ামে আয়োজিত 'সিএমজেএফ টক' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দেব না। আমরা চাই, টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন।”

তিনি আরো বলেন, “এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।” 

এ সময় সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূইয়া, সাধারণ সম্পাদক আবু আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির ‘হৃদপিণ্ড’ হিসেবে বর্ণনা করে এর আধুনিকায়নে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই বন্দরের উন্নয়ন ছাড়া দেশের অর্থনীতিতে নতুন অধ্যায় খোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। তবে এ বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়