ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২০, ২৮ মে ২০২৫  
বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন

 

কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশিদের জন্য ড্রোন প্রযুক্তিতে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে চীন। আগ্রহীদের আগামী ১ জুনের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে ঢাকায় চীনা দূতাবাস।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ এপ্রিল জাতীয় সংসদ ভবনে একটি চীনা ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ এবং চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এই আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করে।

এই ধারাবাহিকতায় চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ, বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশটির কারিগরি কর্মীদের জন্য এক মাসব্যাপী বিনামূল্যের ড্রোন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। প্রশিক্ষণটি আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি সাংহাইয়ে অনুষ্ঠিত হবে এবং ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে।

প্রশিক্ষণ কর্মসূচিটি দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে ড্রোন তৈরির পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান এবং প্রোগ্রামিং দক্ষতা অর্জনের জন্য ১-২ সপ্তাহ কোর্স করানো হবে।

দ্বিতীয় পর্যায়ে ক্রোস্টারসের মালিকানাধীন ড্রোন মডেলগুলোর জন্য বিশেষভাবে প্রোগ্রামিংয়ের ওপর ১-২ সপ্তাহ উন্নত কোর্স করানো হবে।

প্রতিটি পর্যায়ের সঠিক সময়কাল অংশগ্রহণকারীদের বিদ্যমান কম্পিউটার স্বাক্ষরতা এবং প্রোগ্রামিং অভিজ্ঞতার ওপর নির্ভর করবে।

আগ্রহীরা [email protected] ইমেইলে আগামী ১ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

ঢাকা/হাসান/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়