রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সালকে ‘স্ট্যান্ড রিলিজ’
মো. ফয়সাল আহমেদ। ফাইল ফটো।
রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) মো. ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মো. নিয়াজ মোর্শেদকে।
জানা গেছে, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মস্কোর বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়। অপর অফিস আদেশে মঙ্গলবার (২৭ মে) মস্কো মিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মো. নিয়াজ মোর্শেদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদ সরকারের রীতি-নীতি ভঙ্গ করে ফেসবুক একটি পোস্ট করেন।
গত ২২ মে ফয়সাল আহমেদ ফেসবুকে লেখেন, 'হ য ব র ল সেগুনবাগিচায় কে পররাষ্ট্র সচিব হবেন, নিশ্চিত নয়। একজন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে ১০ জন সচিবকে ডিঙিয়ে কেন তড়িঘড়ি করে পররাষ্ট্র সচিব করা হচ্ছে বোধগম্য নয়। আসাদ আলম সিয়াম শেখ হাসিনার লয়ালিস্ট হিসেবে তিন বছর চিফ অব প্রটোকল ছিলেন। আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করার জন্যই পররাষ্ট্র উপদেষ্টা আসাদ আলম সিয়ামকে নির্বাচনকালীন সময়ে পররাষ্ট্র সচিব করতে চান।”
এছাড়া, ফয়সাল আহমেদের বিরুদ্ধে একজন নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানিরও অভিযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ঢাকা/হাসান/ইভা