৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৩ হাজার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০টি পদে নিয়োগ দেয়া হবে। এ ছাড়া সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেবে পিএসসি।
আগামী ১ জুন সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। ফি জমাদানও শুরু ১ জুন। ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। তবে ২৮ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন প্রার্থীরা।
এই বিশেষ বিসিএস পরীক্ষার মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
ঢাকা/হাসান/বকুল