ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টির প্রভাবে বেড়েছে সবজির দাম, স্বস্তি চাল মুরগিতে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ৩০ মে ২০২৫   আপডেট: ১৫:৪১, ৩০ মে ২০২৫
বৃষ্টির প্রভাবে বেড়েছে সবজির দাম, স্বস্তি চাল মুরগিতে

টানা বৃষ্টির প্রভাবে সরবরাহ কম হওয়ায় কিছু সবজির দাম সামান্য বেড়েছে। তবে বাজারে বোরো ধান থেকে তৈরি নতুন চাল আসায় চালের দাম কমেছে। বিক্রেতারা বলছে নতুন চালের দাম মানভেদে প্রতি বস্তায় ১০০ থেকে ২০০ টাকা কমেছে। এদিকে অনেক দিন পর কমতে শুরু করছে ব্রয়লার মুরগির দাম। এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়।

শুক্রবার (৩০ মে) রাজধানীর নিউমার্কেট, কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন ডায়মন্ড, মঞ্জুর ব্র্যান্ডের নতুন মিনিকেট চাল ৭৫ টাকা, রশিদ ব্র্যান্ডের মিনিকেট চাল ৭২ টাকা, মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চাল ৮২ টাকা, নাজিরশাইল চাল মানভেদে ৮০ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৫৮ টাকা ও মোটা স্বর্ণা ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম কমেছে ১০ টাকা এবং প্রতি কেজি সোনালি মুরগির দাম কমেছে ২০ টাকা পর্যন্ত। দেশি মুরগির দাম স্থিতিশীল রয়েছে।  প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩৫-১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০টাকা কেজি দরে।

আজ বাজারে বেগুন মানভেদে প্রতি কেজি ৫০ থেকে ৬০টাকা, পটল ৫০, করলা ৬০, গাজর ৭০, মুলা ৪০, কাঁচামরিচ ৫০, প্রতি পিস লাউ ৫০, টমেটো ৬০, চিচিঙ্গা ৫০, ঢেঁড়স ৪০, দেশি শশা ৬০, বরবটি ৭০, কাঁকরোল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 
অন্যদিকে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। 

এ সপ্তাহে মাছের দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি। চাষের পাঙাস কেজি ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০, কৈ ২২০, শিং ৫০০ থেকে ৬০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০, চিংড়ি ৭০০ থেকে ৮০০, টেংরা ৬০০ থেকে ৭০০, দেশি পাঁচমেশালি ছোট মাছ ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

নিউমার্কেট কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী রুনা বেগম রাইজিংবিডিকে বলেন, ‘‘বাজারে সবজির দাম কিছুটা কম থাকলেও অন্যান্য সব কিছুর দাম বেশি। মাছের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেশি মনে হচ্ছে। তাই মাছ না কিনে ব্রয়লার মুরগি নিয়ে যাচ্ছি। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে।’’ 

ডিমের দাম গত সপ্তাহ থেকে বেড়েছে দাবি করে রুনা বেগম বলেন, ‘‘গত সপ্তাহে ডিম নিয়েছি ১২০ টাকা ডজন। এখন ১৪০ টাকা ডজন চাচ্ছে!’’ 

নিউমার্কেট কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী সাখাওয়া মোল্লা রাইজিংবিডিকে বলেন, ‘‘গত কয়দিন বৃষ্টির জন্য আজ সব সবজি নিয়ে আসতে পারিনি। এছাড়া পাইকারি বাজারেও গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজি সরবরাহ কম। তবে দাম একেবারে বেশি বাড়েনি। দু’একটা সবজিতে সামান্য দাম বেড়েছে। তবে আজকে বাজারে ক্রেতা কম।’’

ঢাকা/রায়হান

সর্বশেষ

পাঠকপ্রিয়