পশু কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: রাইজিংবিডি
ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) রাজধানীসহ আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগই অপেশাদার (মৌসুমি) কসাই।
ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত সহকারী ইনচার্জ (এসআই) মাসুদ রানা বলেন, “ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু জবাই করতে গিয়ে ধারাল ছুরির আঘাতে নারী শিশুসহ ১২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে নারীসহ ২ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশ মৌসুমী কসাই। প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রায় ৬০ জনের মতো হাসপাতাল ত্যাগ করেন।”
ঢামেক ক্যাজুলিটি বিভাগে দায়িত্বরত স্বপন সরদার বলেন, “প্রতি বছর ঈদুল আজহায় পশু জবাই করার সময় ধারাল ছুরির আঘাতে আহতের ঘটনা ঘটে। তবে গত বছরের তুলনায় এবার তার অর্ধেক। গত বছর সন্ধ্যা পর্যন্ত ২০০ এর উপরে আহত সংখ্যা ছিল। এবার আহতদের মধ্যে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রূপগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন ঢামেকে।”
ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ বলেন, “সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে ধারাল অস্ত্রের আঘাতে আহত ১০০ জনের বেশি চিকিৎসা নিতে আসেন। তবে অধিকাংশের আঘাত গুরুতর নয়। জখম বেশি এমন কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঢাকা/সাইফ