ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সব জেলায় ‘সেবামূলক মেলা’ জুলাইয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৬ জুন ২০২৫  
সব জেলায় ‘সেবামূলক মেলা’ জুলাইয়ে

আগামী জুলাই মাসে দেশের সব জেলায় অসহায় মানুষের কল্যাণে ‘সেবামূলক মেলা’র আয়োজন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, “এই মেলার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ হটলাইনে যোগাযোগ করতে পারবেন। এভাবে তাদের সচেতন করে তোলা সম্ভব হবে।”

আরো পড়ুন:

সোমবার (১৬ জুন) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সমাজ থেকে সহিংসতা দূর করতে এবং নারী ও শিশু নির্যাতন মুক্ত এলাকা গড়ে তুলতে আমরা কাজ করব। গত ১০ মাসে আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে।”

তিনি বলেন, “দেশের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে সমাজে অবহেলিত মানুষের সেবামূলক কাজে মন্ত্রণালয়ের কাঠামোগত পরিবর্তনের যে কাজ হাতে নিয়েছি তা দ্রুতগতিতে করতে চাই। এ সেবামূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমরা আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব এবং আমাদের এ অর্জনকে জুলাই আন্দোলনে শহীদদের উৎসর্গ করব।” 

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়